,

হবিগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন ডিসি

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল হক টেনুর কন্যা ফাহিমা আক্তার ঐশী একজন মেধাবী ছাত্রী। এসএসসিতে ভালো ফলাফল করে ভর্তি হয়েছে সরকারি বৃন্দাবন কলেজে। ভবিষ্যতে চিকিৎসক হবে এই আশায় সে ভর্তি হয় বিজ্ঞান বিভাগে। কিন্তু পিতা না থাকায় মা রুমা আক্তারের পক্ষে লেখাপড়ার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি নজরে আসে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের। তিনি তখন ঐশীর লেখাপড়ার দায়িত্ব নেন। বুধবার বিকেলে তিনি খবর দিয়ে তার চেম্বারে নিয়ে আসেন ঐশীকে। তুলে দেন সকল পাঠ্যবই। এ সময় ঐশীকে আশ্বস্ত করেন যতদিন তিনি হবিগঞ্জে থাকবেন তার লেখাপড়ার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। তাকে মনোযোগ দিয়ে লেখাপড়ার করার আহ্বান জানান। এ সময় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আজ দেশ স্বাধীন। আমরা আজ বড় পদে আসীন হয়েছি তাদের ত্যাগের জন্যই। তাই যখন আমি শুনেছি একজন মরহুম মুক্তিযোদ্ধার সন্তান অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না তখন আমি তার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্ত মোতাবেক সকল বই কিনে দেওয়া হয়েছে। তার যাবতীয় খরচও প্রদান করা হবে।


     এই বিভাগের আরো খবর