,

নবীগঞ্জে জাঁকজমকভাবে ৫ শতাধিক মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত

সংবাদদাতা :: নবীগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বড়ে হিন্দু ধর্মের অন্যতম পুজানুষ্টান জ্ঞান, বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পুজা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক মন্ডপে জাঁকজমকপূর্ন পরিবেশে এ পুজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে জানাযায়, প্রতি বছর মাঘ মাসের শুকাপঞ্চমী তিথিতে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে প্রতিটি পুজা মন্ডপে পুজার নানান উপাচার, বই খাতা, কলমসহ বিভিন্ন উপাদান সজ্জিত করে পুরোহিত মন্ত্রপাঠ করে পুজা সম্পাদন করার পর শিক্ষার্থী ও অন্যান্য পুজারীবৃন্দের মাঝে পুস্পাঞ্জলী প্রদান করেন। বিকাল থেকে রাত প্রায় ১১ টা পর্যন্ত প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। নবীগঞ্জ শহরের গোবিন্দ জিউড় আখড়ায় ঐক্যতাম সংঘ, পুস্পাঞ্জলী সংঘ, আত্রমপুর লোকনাথ মন্দির, কানাইপুর তরুন সংঘ, ধানসিড়ি বিদ্যার্থী সংঘ, জয়নগর অগ্নিবীনা সংঘ, দেবী সংঘ, পুস্পচন্দন সংঘসহ বিভিন্ন মন্ডপে অনুরুপ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুজামন্ডপ পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর