,

হবিগঞ্জে চবিয়ানদের মিলন মেলা ৬ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ৬ মার্চ শুক্রবার চুড়ান্ত হয়েছে হবিগঞ্জে চবিয়ানদের মিলনমেলা। ৫ শতাধিক অংশগ্রহণকারীর এই আয়োজন হবে দিনব্যাপি। সম্ভাব্য ভেন্যু করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমী। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নিবেন এই মিলন মেলায়। চবিয়ানদের মিলন মেলা সফল করার লক্ষ্যে গতকাল রবিবার সন্ধ্যায় আহবায়ক সফিকুল বারী আউয়ালের সভাপতিত্বে তার বাস ভবনে এক প্রস্থতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নজমুল হক, চুনারুঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ হারুন মিয়া, সরকারী বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইলিয়াস বখত চৌধুরী জালাল, ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইষু ভূষণ,শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফখরুদ্দিন, আজমিরীগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সওদাগর, এডভোকেট আব্দুস সবুর তরফদার, মোল্লা জালাল, সৈয়দ নাছির উদ্দিন, এডভোকেট খায়রুল ইসলাম খোকন, এডভোকেট শাহ ফখরুজ্জামান, আব্দুল মোছাব্বির, হাবিব ও রুবেল।


     এই বিভাগের আরো খবর