,

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমি পরিদর্শন করলেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মুতাচ্ছিরুল ইসলাম

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মুতাচ্ছিরুল ইসলাম। গতকাল দুপুরে তিনি একাডেমি ক্যাম্পাস পরিদর্শন এবং শিক্ষক, অভিবাবকসহ উপস্থিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তাকে স্বাগত জানান একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম.এ বাছিতসহ শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ক্যাম্পাস পরিদর্শন শেষে তিনি অফিস কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। মনোরম ক্যাম্পাস ও শিক্ষার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ও সমাজসেবক আবদুল মুকিতের তরফ থেকে একটি সম্মাননা স্মারক দেয়া হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এম.এ বাছিত, নবীগঞ্জ মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, তরুন সমাজসেবক ও একাডেমির ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ আমিনুর রশীদ চৌধুরী খোকন, সহকারী শিক্ষক সুমন আহমদ, শাবানা বেগম, শিমু বেগম, অঞ্জন রায়, মোঃ আখলাকুর রহমান, অফিস সহকারী মোঃ মুজিবুর রহমান, তরুন সমাজসেবক মোঃ হারুন খাঁন, মোঃ মুকিত মিয়া, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশর মিয়া তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার আলী, যুবলীগ নেতা মকবুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রঞ্জু দেব, ডাঃ ইকবাল আহমদ, জাপা নেতা আবিদুর রহমান, মোঃ আলাল আহমদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর