,

চুনারুঘাটের অপহৃতা মাদ্রাসা ছাত্রী ২ মাস পর উদ্ধার ॥ অপহরনকারী গ্রেফতার

সংবাদদাতা ॥ চুনারুঘাটের এক মাদ্রাসা অপহরনের ২ মাস পর অপহৃতা মাদ্রাসা ছাত্রী (১৪)কে মৌলভীবাজার থেকে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরনকারী অপু পাল (২৫)কে গ্রেফতার করে নিয়ে আসে চুনারুঘাট থানায়। এব্যাপারে অপু পাল ও নাজমা আক্তারকে আসামী করে অপহৃতার মা খাদিজা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানাযায়, গত ১২ ডিসেম্বর ১৯ ইং তারিখে সকাল ১১ টার দিকে উপজেলার উবাহাটা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাদ্রাসা ছাত্রী তার বান্দবী নাজমা আক্তার এর বাসায় যায়। ওই বাসা থেকে নাজমার সহযোতায় ছাত্রীকে মৌলভীবাজারের হিন্দু ছেলে অপু পালের হাতে তুলে দেয়। পরে অপহতার মা বাদী হয়ে হবিগঞ্জ কোটে মামলা করলে গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থানার এস আই মলাই মিয়ার নেতৃত্বে এক দল পুলিশ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে স্বর্ণের দোখান থেকে অপহরন কারী অপু পালকে গ্রেফতার করেন। তার তথ্য মতে অপহতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত মৌলভীবাজারর পৌর শহরের মাইজপাড়া মহল্লার বনমালী পালের ছেলে।


     এই বিভাগের আরো খবর