,

হবিগঞ্জে ইলিশ মাছের নামে সমুদ্রের প্রজাতির মাছ বিক্রি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়িতে পদ্মা নদীর ইলিশ মাছ বলে সমুদ্রের প্রজাতির মাছ বিক্রি করছে একটি প্রতারক চক্র। ক্রেতারা আসল ইলিশ ছিনতে না পেরে প্রতারিত হচ্ছেন। আর এই চক্রটি সহজ সরল বাসা-বাড়ির মহিলাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। খোজ নিয়ে জানা গেছে বিভিন্ন জেলার লোক মাথায় ডেক্সি ভর্তি নকল ইলিশ নিয়ে বাস-বাড়িতে পদ্মা নদীর ইলিশ বলে প্রতি কেজি ৮শ থেকে শুরু করে ১ হাজার টাকা বিক্রি করছে। যদিও দেখতে আসল ইলিশের মতো কিন্তু তার নাম প্রকৃত নাম সমূদ্রের চন্দনিয়া মাছ। আর এই মাছগুলো আসে চট্টগ্রাম, পটুয়াখালি, ভোলাসহ বিভিন্ন জেলা থেকে। সম্প্রতি এসব ১০মণ নকল ইলিশ মাছ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আটক করে। কিন্তু তারপরও এসব প্রতারকদেরকে দমন করা যাচ্ছে না। শায়েস্তানগর এলাকার গৃহিনী শরিফা আক্তার, রাজনগর এলাকার আছমা বেগমসহ বেশ কয়েকজন মহিলা জানান, পদ্মার ইলিশ বলে তাদের কাছে ৮শ টাকা কেজি হিসেবে বিক্রি করছে ঐ প্রতারকটি। কিন্তু এগুলো খাবারের পর ধরে চন্দনিয়া। অচিরেই যদি এসবদেরকে দমন করা না হয় তাহলে আরো প্রতারণা চালাবে ঐ চক্রটি।


     এই বিভাগের আরো খবর