,

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-ছাত্রীদের প্রধান কাজ হল পড়াশুনা করা। তবে পড়াশুনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধূলার বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ অসমর্থ ও দুর্বল শরীরে কখনো ভালো পড়াশোনা হয় না। খেলাধুলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে। ছাত্রজীবনে অনাবিল আনন্দ দিতে পারে খেলাধুলা। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাজী চেরাগ আলী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক। দেশের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রতিও এ সরকারের অবদান প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এখন যেদিকে থাকাই সেদিকেই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সু শিক্ষা অর্জনের আহবান জানান তিনি। হাজী চেরাগ আলী কলেজ গভর্নিং আছিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিচি গ্রাম পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব, আছান উল্ল্যাহ, ইষান কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী, আরিয়া কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রহিম, আরব আলী, ডাঃ জিতু মিয়া, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া, রিচি ছাত্রকল্যাণ পরিষদ সভাপতি সাদিকুর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর