,

নবীগঞ্জে বঙ্গবীর আতাউল গনী ওসমানী’র ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

সংবাদদাতা ॥ বীর মুক্তিযুদ্ধা বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমনী’র ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ ওসমানী স্মৃতি পরিষদের উদ্দ্যোগে রবিবার বাদ আছর আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মুরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুজ্জামান ছানুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহমদ মুছা পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ওসমানী স্মৃতি পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বিশেষ অতিথি সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মুক্তিযুদ্ধা আশিক মিয়া, ওসমানী স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, শামীম আহমদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি মখতব মিয়া, মাওলানা ফয়জুর রহমান চৌধুরী, মসন মিয়া, কুদরত মিয়া, রহমত আলী জ্বালালী, জাহেদ মিয়া, হাহিবুর রহমান, কাওছার আহমদ, মাহদী হাসান, শাহীন আহমদ, রেদুয়ান আহমদ, জাবেদ আহমদ, মিশাল আহমদ, ওসমানী স্মৃতি পরিষদের তথ্য বিষয়ক সম্পাদক হুমাউন কবির, রুমন আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমানী’র রুহের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক জিয়াউর রহমান মীর। অনুষ্ঠান শেষে ওসমানী স্মৃতি পরিষদের অস্থায়ী অফিস কক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর