,

হবিগঞ্জে আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রায়ই হোটেল ম্যানেজারের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা হয়। খবর নিয়ে জানা গেছে অসাধু মালিকদের ছত্রছায়ায় ম্যানেজাররা আবাসিক হোটেলের রোম ভাড়া ঘন্টায় ৫শ থেকে ১ হাজার টাকা করে দিয়ে থাকে। আর এসব হোটেলে আসে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অনুসন্ধানে জানা গেছে, সিনেমা হল, পুরাতন পৌরসভা সড়ক, চৌধুরী বাজার, কালিবাড়ীসহ বিভিন্ন আবাসিক হোটেলে দেদারছে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে খদ্দেরসহ কলগার্লদের ধরলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ম্যানেজার জানান, সকাল থেকে রাত পর্যন্ত হোটেলে কোনো কাষ্টমার আসে না। তাই বাধ্য হয়ে অল্প সময়ে বেশি লাভ করি। প্রায় দুই মাস আগে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শহরের একটি বিলাস বহুল হোটেল থেকে ম্যানেজার, কলগার্ল ও খদ্দেরসহ কয়েকজনকে আটক করে। পরে ভবিষ্যতে এরকম করবে না বলে হোটেল মালিক মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন। এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, আবাসিক হোটেলে নিয়মিত তদারকি রয়েছে। যদি কেউ এরকম করে তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর