,

কাগাবলায় বন্দুকযুদ্ধে ওসমানী নগরের ডাকাত সর্দার নিহত

সংবাদদাতা ॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে বোরতলায় ডাকাত পুলিশ গোলাগুলিতে ডাকাত সর্দার বুলু মিয়া নিহত হয়েছে। এতে মৌলভীবাজার মডেল থানার ওসি সহ ৫ পুলিশ আহত হয়েছেন। এ সময় দুই ডাকাতকে গ্রেফতার, অস্ত্র, ডাকাতিকৃত মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। কাগাবালা ইউনিয়নের আতানগিরি এলাকার বোরুতলা নামক স্থানের স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে এঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোরে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক বেগ মাস্টারের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হচ্ছে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ এমন সংবাদ পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান ও মডেল থানার ওসি আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল ১২জনের সংবদ্ধ ডাকাতদলের পিছু নেয়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ওই ডাকাত দলকে পুলিশ প্রতিহত করার চেষ্টা চালায়। মৌলভীবাজার সদর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গতকাল গভীর রাতে ১০/১২ জনের ডাকাতদল পার্শবর্তী নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের আব্দুল খালিকের বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় কাগাবালা ইউনিয়নের বোরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে থাকা পুলিশের একটি পেট্রল টিম সিএনজি অটোরিক্সার গতিরোধ করলে গাড়িতে বসা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ গুলি করলে ডাকাত সরদার বুলু (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি সিলেটের ওসমানী নগরে। এ সময় আটক করা হয় দুই ডাকাতকে। তার হলেন সিলেটির বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪২), মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৪)। অন্যান্য ডাকাত সদস্য পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সিএনজি, ডাকাতি যাওয়া মালামাল স্বর্ন, নগদ টাকা সহ ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনষ্টবল নিলয়, সুরঞ্জিত দাস, নিরুপম পাল। এদিকে আটক ডাকাতদের কাছ থেকে লুট হওয়া দুটি ল্যপটব,দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার টাকাসহ উদ্ধার করা হয় দুটি পাইপগান ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল।


     এই বিভাগের আরো খবর