,

নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে মাকে মারপিট ॥ মেয়েকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন ॥ আদালতে মামলা দায়ের

সংবাদদাতা ॥ নবীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে মাকে মারপিট করে মেয়েকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেছে একদল প্রভাবশালী। এ ঘটনায় হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাঘরপুর গ্রামের মিটু মিয়ার স্ত্রী উর্মি আক্তারের সাথে একই গ্রামের মৃত আঃ রউফ তালুকদার ওরফে আঃ কাইয়ুম’র পুত্র ক্বারী মোঃ আঃ নুর তালুকদার ছাও মিয়া (৫০)’র সাথে বিভিন্ন বিরোধ ও মনোমালিন্য থাকার কারণে গত ১৮ ফেব্রুয়ারি উর্মি আক্তারের মাকে মারপিট ও লুটপাঠ করে ক্বারী মোঃ আঃ নুর তালুকদার ছাও মিয়া (৫০) ও তার লোকজন। এ ঘটনায় হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন মিটু মিয়ার স্ত্রী উর্মি আক্তার। যার সি.আর মামলা নং-৮৩/২০২০ইং (নবী)। মামলা দায়েরের খবর পেয়ে উর্মি আক্তারকে বিভিন্ন ভাবে প্রাণে হত্যার হুমকী দেন ছাও মিয়া ও তার লোকজন। দা, লাঠি, ফিকল, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উর্মি আক্তারের বাড়ির সামনে ঘুরা ফেরা করে। যার কারণে উর্মি আক্তার ও তার মা নিরাপদে হাটে, মাঠে, বাজারে চলাফেরা করতে পারছিলেন না। গত ২৯ শে ফেব্রুয়ারি শনিবার অনুমান ১১টার সময় উর্মি আক্তার বাড়ী থেকে নবীগঞ্জ যাওয়ার জন্য রওনা হলে পুটানী বাড়ির সামনে রাস্তায় পৌছা মাত্রই ওৎ পেতে থাকা ছাও মিয়া ও তার লোকজন উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাঘরপুর গ্রামের রকিব মিয়ার স্ত্রী রুজিনা বেগম (২৫), ছাও মিয়ার স্ত্রী জুবেদা খাতুন ওরফে লাল বানু (৪০), কুলসুমা বিবি ওরফে ফুল বানু (৩০), মেয়ে মুমিনা খাতুন (২০), রুহেনা খাতুন (১৮), রুবেনা খাতুন (২১), মৃত আঃ আহাদের ছেলে রকিব মিয়া (৩৫(, মৃত আঃ গফুরের ছেলে আঃ তাহিদ (৪০), তার স্ত্রী জুবেদা বেগম (৪০), মৃত আঃ আহাদের স্ত্রী রোকেয়া বেগম দা, লাঠি, ফিকল ও লোহার রড দিয়ে উর্মি আক্তারকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করলে উর্মির শোর চিৎকারে পথচারী একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে মিটু মিয়াসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে গেলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান উর্মি। এ ঘটনায় গতকাল রবিবার হবিগঞ্জ আদালতে উল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উর্মি আক্তার।


     এই বিভাগের আরো খবর