,

বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের পাশে মিললো পান বিক্রেতার মৃতদেহ

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামে জাহেদ মিয়া (২৫) নামের এক পান বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের নিকটস্থ একটি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাহেদ মিয়া ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে। নিহতের পরিবারের দাবী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাহেদকে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শেরপুর বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার উদ্যোশে রওয়ানা দিলেও আর বাড়ি ফেরেনি জাহেদ। সকালে স্থানীয় লোকজন জাহেদের মৃতদেহটি পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজনের ধারণা রাতে বাড়ি যাওয়ার পথে কেউ জাহেদকে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। নিহত জাহেদের মাথায় দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। মৃতদেহ থেকে অনেক দূরে মোটরসাইকেলটি পড়ে ছিল। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাহেদের বড় ভাই জসিম মিয়া জানান- রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জাহেদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্ত শাস্তি দিতে প্রশাসনের নিকট জোর দাবী করেন। আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, ওই এলাকায় ইতিপূর্বেও একাধিক ঘটনা সংঘঠিত হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের প্রতি তিনি আহবান করেন এবং নিহত জাহেদের হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে জাহেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করে জাড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়েরের কোন খবর পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর