,

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সকল শিক্ষকের ভালবাসা থাকা চাই -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির বলেছেন, সরকারিভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা ঠিকে থাকতে পারেন না, তারাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন। এদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকগণ সুযোগ-সুবিধাও পান অনেক বেশি। এসব বিবেচনায় বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলে লেখাপড়ার মান এবং ফলাফল খারাপ হওয়া অত্যন্ত দুঃখজনক। তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মুজিববর্ষ উপলক্ষে গতকাল শনিবার শনিবার হবিগঞ্জ জেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মাননোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ এই সভার আয়োজন করে। সভায় এমপি আবু জাহির আরো বলেন, শ্রেণীকক্ষে পাঠদানে প্রবেশের পূর্বে অবশ্যই একজন শিক্ষককে প্রস্তুতি নিতে হবে। বিদ্যালয় এবং আঙ্গিনাকে আকর্ষণীয় করার বিষয়টিও নিশ্চত করতে হবে। তাহলেই ছাত্রছাত্রীরা পাঠ গ্রহণের প্রতি আগ্রহী হবে। প্রতিদিন বাড়বে উপস্থিতি। একজন শিক্ষার্থী নিয়মিত কাশে উপস্থিত না থাকলে সে অনেক পিছিয়ে পড়বে। আর ছাত্রছাত্রীর কোন অংশকে বাদ দিয়ে শিক্ষাক্ষেত্রের মানোন্নয়ন সম্ভব নয়। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষকদের ভালবাসা থাকা চাই। এ সময় ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার আশ^াস দেন এমপি আবু জাহির। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার প্রমুখ। এছাড়া সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও আলেয়া বেগমসহ হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি-প্রধান শিক্ষকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর