,

অপরিপক্ক জীবনের অভিজ্ঞতা

* সাদিয়া বিনতে আহমেদ হুসাইন, ইডেন কলেজ *

সকল প্রশংসা কেবলই আল্লাহর যিনি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। সকল মানুষের দিগদর্শন হিসেবে দিয়েছেন আল কুরআন। দুনিয়া মুমিনের জন্য পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়ে আমরা যেমন কিছু আনন্দ-বেদনার সময় অতিবাহিত করি তেমনি বিভিন্ন অভিজ্ঞতাও অর্জন করি।বস্তুত সমগ্র জীবনটাই একটা অভিজ্ঞতার ফসল। আজ আমার জীবনের এমন একটি অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখছি যা অন্তত আমার ভবিষ্যৎ জীবনের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে।একজন অন্তর্মুখী চরিত্রের মানুষ হওয়ায় নিজেকে সর্বদা উত্তমরূপে জানার চেষ্টা করতাম। কেননা, নিজেকে জানা জ্ঞান অর্জনের শুরু। এর পাশাপাশি সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতাম।সকলের মন জয় করার চেষ্টা করতাম। মানুষের মন জয় করার জন্য বিভিন্ন বই পড়ার পাশাপাশি ইউটিউব এ ভিডিও দেখে সেই কৌশলগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতাম। ড.মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী সাহেবের “জীবন উপভোগ করুন” বইটি থেকে শ্রবনশিল্প বিষয়টি পড়ে মানুষের কথা শোনার শিল্প আয়ত্ত করার প্রচেষ্টা করতে লাগলাম। অল্প পরিশ্রমে চমৎকার ফলাফল লক্ষ্য করলাম। অন্তর্মুখী স্বভাবের হওয়ায় কথা এমনিতেই কম বলতাম তবে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। কথা শোনার সময় চোখে চোখ রেখে, কথার সাথে মুখে প্রতিক্রিয়া ফুটিয়ে তুলতে লাগলাম। পরিবার,বান্ধবী ও আশেপাশের মানুষগুলো আমাকে পছন্দ করতে লাগলো।নিজের জীবনের আনন্দ-বেদনার গল্প শোনাতে লাগলো। কিন্তু, ধীরে ধীরে বুঝতে পারলাম, সকলের কথা শুনতে গিয়ে নিজের সময় নষ্ট করছি।একঘন্টা কারো অহেতুক গল্প শোনার চেয়ে একঘন্টা একটা বই পড়ে জ্ঞান অর্জন বেশি ফলপ্রসূ। সমস্যা শুরু হলো যখন মানুষ আমাকে সর্বদা তাদের পাশে রাখতে চাইতো। চাইতো যেন তাদের সাথে গল্প আড্ডায় মেতে থাকি। কিন্তু,মানুষের মন জয় করতে গিয়ে তাদের কথা শুনে আমার মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাইতাম অন্যদিকে যারা আমাকে পছন্দ করতো তারা চাইতো আমি তাদেরকে সময় দেই, বসে বসে তাদের কথা শুনি।মানুষের মন জয় করার উদ্দেশ্য ছিল,তাদের মনে জায়গা করে নেয়া, তাদের সাথে সময় নষ্ট করা নয়।ব্যস্ততার কারনে পরিবার ও বান্ধবীদের পর্যাপ্ত সময় দিতে না পারায় তারা হতো মনঃক্ষুণ্ন। অবশেষে, শিক্ষা হলো, একজন ভালো শ্রোতা হওয়া মন্দ নয় তবে ভদ্রতা বজায় রাখতে গিয়ে নিজের সময় নষ্ট করাও বুদ্ধিমানের কাজ নয়। ঠিক করলাম, ক্লাসের ফাঁকে বান্ধবীদের সাথে, খাবার টেবিলে পরিবারের সাথে এবং দাওয়াতে আত্মীয়ের সাথে সময় অতিবাহিত করা যেতে পারে। কিন্তু, এর বাহিরে অতিরিক্ত সময় মানুষের কথা শোনার জন্য নষ্ট করবো না। সময় টাকার চেয়েও মূল্যবান।প্রতিদিন এক ঘন্টা বই পড়লে বছর শেষে একটা গ্রন্থ শেষ হয়ে যায় আর প্রতিদিন একঘন্টা সময় নষ্ট করলে বছরে তিনশত পয়ষট্টি ঘন্টা নষ্ট হয়ে যায়। এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যাক্তির বিবেকের উপর যে,সে তার সময় কাজে লাগাবে নাকি হেলায় নষ্ট করবে। এজন্য জীবনে ভালো শ্রোতা হওয়ার অভিজ্ঞতা আমার জীবনের বহু সময় নষ্ট করা হতে রক্ষা করেছে। সর্বশেষে, প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার যিনি ভালো মন্দ বিচার করার জ্ঞান দিয়েছেন। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফীক দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর