,

করোনাভাইরাস আতঙ্কে অনিশ্চিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

করোনাভাইরাস আতঙ্কে এক এক করে বাতিল কিংবা স্থগিত হয়ে যাচ্ছে সব খেলা। এবার প্রাণঘাতী এ ভাইরাস বাংলাদেশে প্রবেশ করায় চারিদিকে তৈরি হয়েছে আতঙ্ক। যার ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ থেকে ১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত বাংলাদেশ গেমসের সিডিউল ঠিকই আছে। তবে আজ (মঙ্গলবার) গেমসের সাংগঠনিক কমিটির সভা আছে। যে কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগে আমাদের প্রধানমন্ত্রীর মতামতও নিতে হবে। দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার মতামত নেব। সম্ভব হলে মঙ্গলবার সাংগঠনিক কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।’

এ সময়ে গেমস আয়োজনকে একটু ঝুঁকিপূর্ণই মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে অনেক ক্রীড়াবিদ ও মানুষের সম্পৃক্ততা। এমনকি বাচ্চারাও থাকবে। তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আজ (সোমবার) ফেডারেশনগুলোকে নিয়ে বসেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবারের সাংগঠনিক কমিটির সভা সীমিত সংখ্যক মানুষ নিয়ে করার।’

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে অনেক আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে অক্টোবরের আগে কোনো আন্তর্জাতিক ইভেন্ট সম্ভব হবে না বলে মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।


     এই বিভাগের আরো খবর