,

নবীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে অবহিত করণ সভা

আকিকুর রহমান সেলিম ॥ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপি আই মেডিকেল টেক্যানোলজিস্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মুমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, থানার এস.আই সমীরণ দাশ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি মহিতোষ দাশ তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফয়ছল আহমদ, মা-মনির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সোলাইমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাসপাতাল জামে সমজিদের ঈমাম হাফেজ শামছুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ তালুকদার। অবহিত করণ সভায় আগামী ১৮ মার্চ ২০২০ইং তারিখ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১ সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্টানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২য় ও ৩য় সপ্তাহে নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে হাম রুবেলা টিকা দেয়া অনুষ্ঠিত হবে। এতে সকলকে টিকা বিশেষ করে উপজেলার সকল সমজিদ সহ প্রত্যেক প্রতিষ্ঠান তাদেরমত করে প্রচারনা দেওয়ার আহবান জানানো হয়। সভায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে বাংলাদেশ এখনো নিরাপদ আছে। সরকার প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে। এ ব্যাপারে আতংকিত হওয়ার কোন কারণ নেই। সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের কর্মরতদেরকে জনগনের মধ্যে সচেতনতামুলক প্রচারণা চালানোর জন্য তিনি নির্দেশনা দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর