,

দেশের অভূতপূর্ণ উন্নয়ন বিশ্ববাসীর কাছে বাংলাদেশ রোল মডেল এমপি মজিদ খাঁন

স্টাফ রিপোর্টার ॥ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ¦ এড. আব্দুল মজিদ খাঁন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আর বর্তমান সরকারের সু-যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’নয়ন দেশবাসীর উন্নয়ন। শেখ হাসিনা নেতৃত্বে দেশের অভূতপূর্ণ উন্নয়ন বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ একটি রোল মডেল। এ সরকারের সময়ে দেশের সামগ্রীক উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন ধরে রাখতে শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এলাকায় শিক্ষার হার বৃদ্ধি করতে সন্তানদের ঠিকমতো বিদ্যালয়ে পাঠাতে হবে। বিশেষ করে মায়েরাই পারেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে। গাছ যেমন সঠিক পরিচর্যা না করলে ঠিকমতো বেড়ে উঠেনা। ঠিক তেমনই সন্তানকে মানুষের মতো মানুষ করতে মায়ের ভূমিকার তুলনা হয়না। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বিদ্যালয়ের পাশ্ববর্তী ৪০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সড়ক উদ্ভোধন শেষে মা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাবিব মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান রেহাছ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, আনোয়ার মিয়া প্রমুখ। সভায় অন্যান্য অতিথিসহ অন্তত ৪ শতাধিক মা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর