,

হবিগঞ্জে যুবতীকে ব্লেকমেইল করে বিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগে কলেজ ছাত্র আটক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে এক যুবতীকে ব্লেকমেইল করে বিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগে বৃন্দাবন কলেজের ছাত্র এনামুল হককে (২২) আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে ধারণকৃত যুবতী পর্নো ছবি ও ঐ যুবকের ল্যাপটপ এবং দু’টি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত তার স্বীকারোক্তিমতে উদ্ধার করে জব্দ করা হয়। সে হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার শামছু মিয়ার পুত্র ও ঐ কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই শাহিদ মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে এনামুল হককে তার বাসা থেকে আটক করে। পরে ঐ যুবতীর পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি এনামুল হক ঐ যুবতীর ছবি ফেইসবুক থেকে ডাউনলোড করে বিভিন্ন অশ্লীল ছবি তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছে। শুধু তাই নয়, প্রবাসীর সাথে ঐ যুবতীর বিয়েও ঠিক হয়। পরে এনামুল তার বিয়ে ভেঙ্গে দেয়। এতে যুবতী ও তার পরিবার মানুষিকভাবে ভেঙ্গে পড়ে। অবশেষে নিরুপায় হয়ে পুলিশের আশ্রয় নেয়। অপর একটি সূত্র জানায়, একদল যুবক বিভিন্ন মেয়েদেরকে প্রেমের ফাঁদে পেলে তাদের ছবি ভিডিও ধারণ করে এরকম আরো হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। অনেকেই লজ্জায় মুখ না খুলে আত্মহত্যার পথও বেঁচে নেন। ওসি মাসুক আলী জানান, গতকাল শুক্রবার বিকেলে এনামুল হককে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে আরো কিছু তথ্য উৎঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হচ্ছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য বেরিয়ে আসবে।


     এই বিভাগের আরো খবর