,

চুনারুঘাটে পৃথক মাদক মামলায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে পৃথক দুটি মাদক মামলায় বিভিন্ন মেয়াদে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান। গত ১০ মার্চ দুপুরে আদালতে প্রকাশ্যে এ রায় প্রদান করেন। এর মাঝে চুনারুঘাট উপজেলার গেলানি চা বাগানের মৃত শত্রুঅন্তরার পুত্র জয়ন্ত অন্তরাই, মৃত রূপসিংহ চুয়াং এর পুত্র পুলিশ চুয়াং এ দুজনকে চোলাই মদ বিক্রির অপরাধে প্রত্যেককে দুই বছরের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মাধবপুর উপজেলা সদরের আকবর আলীর হাবিব মিয়া খন্দকারকে ফেনসিডিল বিক্রির অভিযোগে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ জুন চুনারুঘাট থানার এসআই কামাল উদ্দিন অভিযান চালিয়ে জয়ন্ত ও পুলিশ চুয়াংকে দেশীয় মদসহ হাতে নাতে আটক করে। এছাড়া এ বছরের ৩০ জুন হাবিব মিয়াকে ফেনসিডিলসহ র‌্যাব-৯ আটক করে। রায় প্রদানকালে আসামীরা পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন।


     এই বিভাগের আরো খবর