,

শায়েস্তাগঞ্জের অলিপুরে ফের অবৈধভাবে বাজার স্থাপন

জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আবারো অবৈধভাবে বাজার স্থাপন করা হয়েছে। এতে করে যানজট সৃষ্টিসহ দাঙ্গা হাঙ্গামা এমনকি দুর্ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা বাজার থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলে হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই আবারও এসব দোকানপাট বসানো হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত পুরোদমে বাজারে ব্যবসা চালানো হচ্ছে। প্রায়র্ শতাধিকেরও বেশি দোকান ত্রিপাল টানিয়ে মহাসড়কের দুই পাশে বসানো হয়েছে। এতে করে মহাসড়কের যানজট লেগেই থাকে। ঘটে দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, শান্ত তালুকদার, সুজন সরদার, মিজানুর রহমান, সজিব মিয়া, আব্দুল হাই, লিটন মিয়া, মোশাহিদসহ বেশ কয়েকজন লোক এসব দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলেন। এর কিছু অংশ বিভিন্ন কতিপয় নেতার পকেটসহ প্রশাসনের নিকট যাচ্ছে। হাইওয়ে থানার ওসি বলেন, কিছুদিন আগে উচ্ছেদ করা হয়েছিল। এখন যদি আবারো অবৈধভাবে স্থাপনা বসানো হয়ে থাকে আবারও উচ্ছেদ করা হবে।


     এই বিভাগের আরো খবর