,

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, ছালিক মিয়া, মেহের আলী মহালদার, দিলাওর হোসেন, আবুল খয়ের গোলাপ, এডঃ মাসুম আহমেদ জাবেদ, সমর চন্দ্র দাশ, ছাইম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মুছা হাওলাদার, সমাজ সেবা কর্মকর্তা আঃ নুর, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ। সভায় দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ তার বক্তব্যে বলেন, গোপলার বাজারে জমা ওঠানো কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট উত্তেজনার বিষয়ে দৃষ্ঠি আকর্ষন করে বলেন, ওই বাজারে সরকারী নির্দেশনা না মেনে অতিরিক্ত হারে জমা আদায় করা হচ্ছে। এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে সরকারী নিয়ম অনুযায়ী জমা আদায়ের তালিকা ঠাঙ্গানোর জন্য দাবী জানান।


     এই বিভাগের আরো খবর