,

মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান কোন দলের হতে পারে না -মুনিম চৌধুরী এমপি

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় স্কুল মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুস্টান শুরু হয়। মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইবনুল হাসান এবং ফারহানা ইতির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা জাতীয়পার্টির (২য় পৃষ্ঠায় দেখুন) সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী বাহুবল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন নাদিরা খানম, সাবেক প্রধান শিক্ষক ও পাইলট স্কুলের শিক্ষা উপদেষ্ঠা আরজু মিয়া, রেক্টর প্রফেসার ছাদিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন চৌধুরী, ডা.ইকবাল আহমদ চৌধুরী, ইট প্রস্তুত মালিক সমিতির হবিগঞ্জ জেলা সভাপতি মৌলানা কুতুব উদ্দীন, ডা. আব্দুর রব, অধ্যাপক আইয়ুব আলী, জাতীয় পার্টি নেতা ডা. এমদাদুল হক সবুজ, ফরিদ মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমর উদ্দীন, অধ্যাপক আব্দুল হাই ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ তাজুল ইসলাম। প্রধান অতিথির সম্মান ইংরেজিতে মানপত্র পাঠ করে স্কুলের ছাত্রী তারানা তাবাস্সুম নিশাত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মান সম্মত শিক্ষা এখন সময়ের দাবি। শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষায় এখন আর কাজ হবে না। সুতরাং চল চাতুরি করে সাময়িক ফলাফল দেখানোর প্রতিযোগিতা না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কোন দলের হতে পারে না। দলীয় কোন ব্যক্তি পরিচালনায় থাকলেই সেটা দলের হয়ে যায় না। এ ধরনের সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। সবশেষে তিনি স্কুলের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর