,

হবিগঞ্জ শহরে প্রবাসী ঘুরাফেরার করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় আবুল কাশেম (৩৭) নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে প্রত্যেক প্রবাসীকে দেশে আসার ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পুলিশ জানায়, ঐ এলাকার ফাতেমালয় ভিলার বাসিন্দা নুরুল হকের পুত্র আবুল কাশেম তুরস্ক থেকে গতকাল শুক্রবার সকালে বাসায় আসেন। বাসায় এসে তিনি দোকান পাট ও বাজারে অবাধে ঘুরাফিরা শুরু করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল রাত ৯টায় সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় যান। বাসায় গিয়ে না পেয়ে তার পিতার মাধ্যমে কাশেমকে খবর দিয়ে আনা হয়। পরে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হাসান রুবেলকে অবগত করলে তিনি এসে কাশেমকে বিদেশ থেকে এসে অবাধে ঘুরাফেরার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৪ দিনের ভিতরে ঘর থেকে বের হবে না মর্মে মুচলেকা রাখেন। তবে এই আদেশ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ বিদেশ থেকে এসে ১৪ দিন ঘরে না থেকে অবাদে ঘুরাফেরা করেন তাহলে আইন ও নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর