,

নবীগঞ্জে গত ১৭ দিনে ৫শ প্রবাসী দেশে ফিরেছেন কোয়ারেন্টাইনে মাত্র ৫৮ জন!

মতিউর রহমান মুন্না ॥ গত ১৭ দিনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। তার মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ৫৮ জন। এনিয়ে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। একই সঙ্গে বাড়ছে করোনা ঝুঁকি। এ অবস্থায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। হোম কোয়ারেন্টাইন না মানলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। বিশ্বস্থ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ এর পর থেকে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নবীগঞ্জে এসেছেন প্রায় ৫ শ শতাধিক প্রবাসী। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ৫৮ জন প্রবাসী। তবে অন্যদেরও খুব শীঘ্রই হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে প্রশাসন। সদ্য ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসার জন্য জুড়ালো ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৮ জন রোগী। তাদের সঙ্গরোধ করে থাকার জন্য বলা হয়েছে। তারা যাতে বাইরে ঘুরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের সবার নাম হালনাগাদ করা হচ্ছে। সম্প্রতি দেশ ফেরার প্রত্যেক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি আরো বলেন, করোনায় আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়াতে হবে। করোনায় আমাদের দেশে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি। তাই পূর্ব থেকেই সকল জনসাধারণকে সচেতন হতে হবে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। তবে নবীগঞ্জে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর