,

মৌলভীবাজারে সব দোকান বন্ধের নির্দেশ

সংবাদদাতা ॥ মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সকল শপিংমল, দোকান-পাট, হাট-বাজার, রেস্টুরেন্ট ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম নাজিয়া শিরিন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান, রাস্তার পাশের চায়ের দোকান, সেলুন ইত্যাদি বন্ধ থাকবে। তবে হাসপাতাল, ফার্মেসি, খাবার, কাঁচা-বাজার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানানো হয়। এছাড়াও জেলার সকল সাপ্তাহিক বাজার ও গবাদি পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রাতে (২৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তি দিয়েছেন মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেগম নাজিয়া শিরিন।


     এই বিভাগের আরো খবর