,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

করোনা পৌঁছায়নি যেসব দেশে

সময় ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। চীনের উহান থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও সেদেশে ভাইরাসটির প্রকোপ কমছে। ইউরোপে এখন পর্যন্ত রীতিমতো তা-ব চালাচ্ছে মহামারিটি। তবে বৈশ্যিক এই মহামারিটি এখনো কিছু দেশ ও অঞ্চলে পোঁছায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে। তবে এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয়ায় সেসব দেশে করোনা শনাক্ত হয়নি। তবে দেশগুলোতে ভাইরাসের উপস্থিতি থাকতে পারে।


     এই বিভাগের আরো খবর