,

বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৭ ব্যাবসায়ীকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে আইন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্যাবসায়ীদেরকে অর্থদন্ড করা হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার বড়বাজার ও কাগাপাশা বাজারে চা-মিষ্টি ও কাপড়ের দোকানে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রনও নিমূল) আইন,২০১৮ অনুসারে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযানে বড়বাজারের আব্দুল হককে ৫ হাজার, দূর্জয় দাসকে ৩ হাজার, শেফু মিয়াকে ১ হাজার, ইউসুফ আলীকে ১ হাজার, হাদিস উল্লাকে ১ হাজার এবং কাগাপাশা বাজারের নিউটন দাশকে ১ হাজার, মনি দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান সাংবাদিকদের জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি লোকজনকে বুঝাতে এবং মানতে ঘরের বইরে অপ্রয়োজনে না থাকার জন্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর