,

হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে আবারো মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ফলে উঠতি বয়সের যুবক-যুবতীরা এসব মাদক সেবন করে নষ্ট হচ্ছে। আবার কেউ কেউ টাকার জন্য চুরি, ডাকাতি, ছিনতাইসহ পরিবারের লোকজনের সাথে বিবাদে লিপ্ত হচ্ছে। পুলিশ বার বার অভিযান চালিয়ে মাদক ব্যবসা দমন করতে পারছে না। অভিযোগ উঠেছে, প্রশাসনের লোকের সাথে সখ্যতা থাকার কারণে অনেকেই থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। এসব দালালরা শুধু মাদক ব্যবসাই নয়, বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে। এমনকি সাধারণ লোকদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে। গতকাল বুধবার দুপুরে ডিবির এস.আই রাসেলের নেতৃত্বে একদল পুলিশ পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকার পাশে একটি মাদক আস্তানা থেকে আলী হোসেন (৪০) নামে মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় ওই বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিল, ৩০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। জানা যায়, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ, আলমবাজার, কালিগাছতলা, কামড়াপুর, পইল ও পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকায় মাদক স্পট রয়েছে। সন্ধ্যা থেকেই এসব স্পটে মাদক সেবীরা প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে করে এসে থাকে। মাদকের কারণে একদিকে যেমন যুব সমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, সচেতন মহলের দাবী, শুধু মাদক বিক্রেতাদেরকে ধরলেই চলবে না সাথে সাথে মাদক ব্যবসায় সহযোগীতাকারীদেরকেও গ্রেফতার করতে হবে। তাহলেই এ ব্যবসা দমন হবে।


     এই বিভাগের আরো খবর