,

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনগত রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও ৩টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর থানার গন্ধবপুর (কাদিমগাঁও) গ্রামের রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরফে সাহেদ (৩৯), একই এলাকার বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়া (৩৬), একই গ্রামের মৃত আঃ জলিলের পুত্র জিতু মিয়া (৩৯)। এদের মাঝে আলোচিত ডাকাত শাহিদ আলী ওরফে সাহেদ ডাকাতির সময় গণধর্ষনসহ একাধিক মামলার আসামী। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮/১৯ জন ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সোর্স মাধ্যমে এমন সংবাদ আসে নবীগঞ্জ থানায়। থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে, ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শামছুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ ডাকাতকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর