,

নারীদের জন্য ব্রিটেনে প্রথম মসজিদ

সময় ডেস্ক ॥ মুসলিম নারীদের নামাজ ও অন্যান্য ধর্মীয় সুবিধাদির জন্য ব্রিটেনের ব্র্যাডফোর্ড শহরের নির্মিত হচ্ছে প্রথম মসজি। খবরটি জানিয়েছে ব্রিটেনের মুসলিম নারী পরিষদ। মসজিদটিতে নারীরা নামাজ আদায় ছাড়াও ধর্মীয় শিক্ষা, আইন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সুবিধা পাবে। ব্রিটেনের মুসলিম নারী পরিষদের সভাপতি বানা গুরা এ সম্পর্কে বলেন, ব্রিটেনের ব্রডফোর্ড শহরে নির্মিতব্য মুসলিম নারীদের জন্য সর্বপ্রথম মসজিদটি শুধুমাত্র নারীদের মাধ্যমে পরিচালিত হবে। মসজিদের যাবতীয় কাজ ও পরিচালনায়ও থাকবে মুসলিম নারীরা। এখানে নারীদের জন্য থাকবে বিশেষ সুযোগ-সুবিধা। তিনি বলেন, এ মসজিদটি শুধুমাত্র নারীদের জন্য নির্মাণ করা হবে। গত বছর আমরা বিভিন্ন মসজিদে বেশকিছু নিরীক্ষা করে দেখেছি, অনেক মসজিদেই নারীদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। আর এ জন্যই নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ধারণা করা হচ্ছে মসজিদটি আগামী মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আমেরিকার লস এঞ্জেলস শহরে নারীদের জন্য প্রথম মসজিদ নির্মিত হয়। এছাড়াও চীন, চিলি এবং ভারতে নারীদের জন্য আলাদা মসজিদ রয়েছে।


     এই বিভাগের আরো খবর