,

হবিগঞ্জে শতাধিক টম টম আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শহর এলাকা যানজট মুক্ত রাখার লক্ষ্যে বৈধ কাগজ পত্র বিহীন টম টমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। জন দুর্ভোগ লাঘবে ১ হাজার বিদ্যুৎ চালিত টম টম শহরে চলা চলের পারমিড দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের ১১টি পয়েন্টে চেক পোস্ট স্থাপন  করে কাগজ পত্র বিহীন ১ শতাধিক টম টম আটক করা হয়েছে। পৌরসভার নাম্বার বিহীন টম টম শহরে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহম্মদ নাজিম উদ্দিন জানান, প্রায় ৪ হাজার বিদ্যুৎ চালিত টম টম হবিগঞ্জ শহরে চলাচল করায় প্রতিনিয়তই যানজট লেগে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।  পৌরসভার মাধ্যমে ১ হাজার টম টমের রেজিষ্ট্রেশন দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ নাজিম উদ্দিন, পুলিশ কর্ম কর্তাগণ শহরের বেবীস্টেন্ড, তিনকোণা পুকুরপার, কোর্টস্টেশন, থানার মোড়, চৌধুরী বাজার, বগলা বাজর, শায়েস্তানগর পয়েন্টে চেক পোস্ট স্থাপন করেণ।


     এই বিভাগের আরো খবর