,

স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক সাবেক ছাত্রলীগ নেতা আজাদ আর নেই

জুয়েল চৌধুরী : স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক সাবেক ছাত্রলীগ নেতা হাজী সফিকুর রহমান চৌধুরী আজাদ ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে সৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ১৯৮৭ইংরেজি থেকে স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে কয়েকবার কারাভোগ করেন তিনি। এরপরও বঙ্গবন্ধুর একনিষ্ট সৈনিক হিসেবে থেমে থাকেননি। সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের পর উত্তর শ্যামলী জামে মসজিদে প্রথম জানাজার নামাজ এবং রাজনগরে দ্বিতীয় জানাজা শেষে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জিকে গউছ, আওয়ামী লীগ নেতা এডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিক, এডভোকেট আতাউর রহমান, কামরুল আহমেদ, মুজিবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, যুবদলের সাবেক সভাপতি এমজি মুহিত, আজিজুর রহমান কাজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম শামীম, যুবদল নেতা আলাউদ্দিন, যুবলীগ নেতা শওকত আকবর সোহেল, মোঃ আলম মিয়া, হারুন মিয়াসহ প্রমুখ। পরে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।


     এই বিভাগের আরো খবর