,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালক ইকবাল মাহুমুদের মৃত্যু

সময় ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক মারা গেছেন।  সোমবার সকালে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহুমুদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দুদকের ওই পরিচালক করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য।

বাংলাদেশ সিভিল সার্ভিস ২২ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন দুদকের ওই পরিচালক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।


     এই বিভাগের আরো খবর