,

শায়েস্তাগঞ্জে চালু রয়েছে প্রাণ শিল্প কারখানা – চাকুরী হারানোর ভয়ে কর্মস্থলে যোগ দিচ্ছে শ্রমিকরা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : বিশ্বব্যাপী মহামারি তান্ডব চালানো করোনাভাইরাসের সংক্রমনে দেশের কয়েকটি জেলা লকডাউনসহ সারাদেশে আতংকজনক পরিবেশ বিরাজ করছে। এ পরিস্থিতিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ব্রাহ্মণডোরা ইউপির অলিপুর নামক স্থানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ লিল্প কারখানা সচল রয়েছে। চা বাগানসহ জেলার বিভিন্ন উপজেলার শত শত পুরুষ-নারী শ্রমিক প্রতিদিন গাদাগাদি করে দিবা রাত্র নিজস্ব ব্যবস্থাপনায় ব্যাটারী চালিত টমটম, সিএনজি, চাঁন্দের গাড়ি, মেক্সী ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে কারখানাতে কর্মে নিয়োগ দিচ্ছে। শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার শানখলা ইউপির পানছড়ি আশ্রয়ন প্রকল্প এলাকায় দেউন্দি চা বাগানের এক শ্রমিক করোনায় অক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে পুরো জেলা জুড়ে করোনা আতংক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানান-শায়েস্তাগঞ্জে স্থাপিত অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিক ইউনিয়ন নেই। শ্রমিকদের দাবী দাওয়া আদায়ের সুয়োগ না থাকায় চাকুরী হারানোর ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে অফিসারদের নির্দেশে কর্মে যোগ দিতে হচ্ছে। শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ারই রয়েছে। এ বিষয়ে প্রাণ কোম্পানীর জিএম মঞ্জুরুল হক জানান, এখনো প্রশাসনিক ভাবে কোম্পানী বন্ধের কোন নির্দেশনা পাইনি। প্রতিটি শ্রমিকের পর্যাপ্ত পরিমান নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান- কোন সুনিদির্ষ্ট নিদের্শনা না থাকায় আমরা স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে পরিচলানা করার নির্দেশনা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখা হবে যদি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য তথা করোনা ঝুকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।#


     এই বিভাগের আরো খবর