,

লাদেন মৃত্যুর আগে যুক্তরাষ্ট্রে আক্রমন করতে চেয়েছিলেন!

আন্তর্জাতিক ডেস্ক ॥ আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের উপর হামলার কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত হানা এবং পাকিস্তানে থাকাকালীন অবস্থায় তিনি জেহাদী গ্র“পের সঙ্গে মৈত্রী গড়ে তুলে আরব বসন্ত চাঙ্গা করে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। কয়েক মাস আগে নিউইয়র্ক কোর্টে গ্রেফতারকৃত পাকিস্তানি জঙ্গি আবিদ নাসিরের জবানবন্দিতে এইসব তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের খাইবার প্রদেশের অ্যাবোটাবাদ অঞ্চলে গোপন আস্তানায় থাকার সময়কার ই-মেইলের মাধ্যমে এই সব তথ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ফাঁস হয়। নতুন প্রকাশিত রিপোর্টটিতে বলা হয়, ‘অ্যাবোটাবাদে লুকিয়ে থাকার সময় বিন লাদেনের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রে আঘাত হানা। তিনি চিন্তা করে দেখেছেন ধীর গতিতে কাজ করলে কোনো ফল লাভ হচ্ছে না। যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে হামলার চেয়ে ভিয়েতনাম যুদ্ধে বেশি খরচ করতে হয়েছিল। আল-কায়েদা জোট জঙ্গিবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে, ‘ভিয়েতনামে যত মানুষ মারা গেছে তার চেয়ে ১০০ গুণ বেশি মার্কিন নাগরিককে মারতে হবে আমাদের। এমনকি ওসামা আরব বসন্তের সময় পুঁজির যোগানের খোঁজ করেছিলেন। তিনি পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের মধ্যকার যুদ্ধ বিরতি এবং উত্তর আফ্রিকার জঙ্গি সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছিলেন। রিপোর্টটিতে আল-কায়েদার বিভিন্ন কৌশল ও ওসামা বিন লাদেনের নিজের চিন্তাভাবনা সম্পর্কে লেখা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বাহিনীর হামলায় ওসামা নিহত হন। তার লাশ সমুদ্রে নিক্ষেপ করা হয়। ডিএনএ নিউজ থেকে অনুবাদ ॥


     এই বিভাগের আরো খবর