,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

করোনা : নতুন আক্রান্ত ৫৮, মৃত ৩ জন

জাবেদ ইকবাল তালুকদার :  গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে আজ তুলনামূলক কমেছে। নতুন ৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং ৩জন করোনা রোগী মারা গেছেন। আজ ১১ এপ্রিল (শনিবার) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে দেশে মোট ৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০। গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনকে পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা ব্রিফিংয়ে জানান, করোনায় আক্রান্ত ৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এতে এখন পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। এক মাস ৩দিনেই রোগীর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় এবং এ পর্যন্ত মোট ৩০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


     এই বিভাগের আরো খবর