,

সুনামগঞ্জ জেলা লকডাউনের ঘোষণা

সময় ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় এবার সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ আজ ১২এপ্রিল (রোববার) বিকেল ৫ টায় এই ঘোষণা দেন। ফলে জেলায় কেউ প্রবেশ কিংবা জেলা থেকে বের হতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত–উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে।

আজ ১২ এপ্রিল (রোববার) সকালে সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই জেলা প্রশাসক করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির জরুরি বৈঠক ডাকেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদএক সংবাদমাধ্যমকে বলেন, সুনামগঞ্জ জেলাকে আজ১২ এপ্রিল (রোববার) বিকেল ৫টা থেকে অবরুদ্ধ ঘোষণা করা হলো। এর মাধ্যমে জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


     এই বিভাগের আরো খবর