,

বানিয়াচংয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও নাগরিক সচেতনতা কমিটি”র উদ্যোগে বড়-বাজারে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ

শেখ সজীব হাসান :  বানিয়াচংয়ে “করোনা ভাইরাস প্রতিরোধ ও নাগরিক সচেতন” এর উদ্যোগে আজ প্রথম কর্মসূচি হিসেবে বড় বাজারে এই কমিটির পক্ষ থেকে  জিবাণুনাশক স্প্রে ও সচেতনামূলক মাইকিং শুরু করা হয়। বানিয়াচং উপজেলা প্রাঙ্গণ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।বড়-বাজারের সব জায়গায় স্প্রে করে শহীদ-মিনার, স্মৃতিসৌধ সহ চলমান টমটম,বিভিন্ন রিক্সা, গাড়িও জীবাণুনাশক স্প্রে করে দেয়া হয়।

এই কমিটির কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন হবিগন্জ-২ আসনের মাননীয় এমপি মহোদয় এডভোকেট আব্দুল মজিদ খাঁন,উপজেলা চেয়ারম্যান  জনাব আবুল কাশেম চৌধুরী, ইউএনও জনাব মামুন খন্দকার ,সাবেক উপজেলা চেয়ারম্যানও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এর সাধারন-সম্পাদক জনাব ইকবাল হোসেন খাঁন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা হাসিনা আক্তার।উপস্থিত সকল ব্যাক্তিবর্গ এই কার্যক্রমকে অভিনন্দন জানান।

এতে উক্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পাশাপাশি সেচ্ছায় কমিটির সাথে কাজ করেছে অনেকে।

এই সময় কমিটির সদস্যরা বলেন,আগামীকাল সকাল ১০টায় কমিটির উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতামূলক মাইকিং করা হবে।


     এই বিভাগের আরো খবর