,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

করোনা : নতুন আক্রান্ত ২০৯, মৃত্যু আরো ৭জনের

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা।  নতুন ২০৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।  মারা গেছেন আরো জন ৭ জন।
আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে মোট ১০১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত হয়েছে ২০৯জন।
করোনাভাইরাসে আক্রান্ত আরও নতুন কোন রোগী সুস্থ হয়ে উঠেছেন নি বলেও জানা গেছে। এতে এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে এটিই করোনা রোগি শনাক্ত হওয়ার সর্বোচ্ছ রেকর্ড।

এক মাস ৬দিনেই রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে খুব দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

আমাদেরকে আরো সতর্ক হতে হবে।


     এই বিভাগের আরো খবর