,

মৌলভীবাজার ক্ষুদ্র খামারিদের সচল রাখতে পুলিশ সুপারের উদ্যােগ

বদরুল আলম চৌধুরী : করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারাদেশের মতো মৌলভীবাজারের ক্ষুদ্র খামারিরাও বিপাকে পড়েছেন। খামার গুলোতে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। খামারের ডিম-দুধসহ ইত্যাদি উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। হতাশ খামার মালিকরা।
এ কঠিন অবস্থায় ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।
পুলিশ সুপার বলেন, ‘জেলা পুলিশের কর্মকর্তা পুলিশ-নন পুলিশের প্রায় সাড়ে ১২’শ সদস্য রয়েছেন। আমাদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে পুষ্টিকর ডিম সরবরাহের ব্যবস্থা করেছি। থাকবে দুধও। এতে জেলার ক্ষুদ্র খামরিদের উৎপাদিত পণ্যের বিপণন সংকটও অনেকটা কেটে যাবে।
মৌলভীবাজারকে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে জেলা পুলিশ এভাবেই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা চলমান কার্যক্রম, অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর