,

ত্রাণের চাল ওজনে কম দেয়ার ঘটনায় আ:লীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ

সংবাদদাতা : চুনারুঘাটে ত্রাণের চাল বিতরণে দশ কেজির জায়গায় ওজনে দুই কেজি কম দেয়ার ঘটনা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান শামছুন্নাহার ও মালেক ম্বেম্বার গ্রুফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একাধিক ব্যক্তি জানান ত্রাণের চাল বিতরনে অনিয়ম দেখিয়ে মালেক মেম্বার গ্রুপের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও চিত্র একটি স্ট্যাটাস প্রদান করেন। ফেইসবুকের স্ট্যাটাসের প্রতিবাদ করেন ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী গ্রুপের লোকজন। এ ঘটনায় গতকাল বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে উভয়ের গ্রুফের মধ্যে ৭ জন আহত হয়। আহতরা হলেন চন্দনা গ্রামের মৃত মরম আলীর পুত্র পুলিশ সদস্য কামরুল(২৮), একই এলাকার মৃত আব্দুস সালাম এর পুত্র মিজান (৩৮), মধ্যম আমকান্দি গ্রামের মৃত আবুল কালামের ছেলে সজল মিয়া(২০), আব্দুল মালেকের ছেলে আলমগীর (২৮), ও সেলিম (২৫) আব্দুল মালেক (৬৫), সুহাগ (২৫)। ত্রাণের চাল বিতরনে অনিয়ম ও দু পক্ষের মারামারির ঘটনায় চুনারুঘাট উপজেলা নির্বাহি অফিসার সত্যজিত রায় দাশ বলেন, তাদের মাঝে ব্যক্তিগত রেষারেষি ও ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ হয়েছে, বিষয়টি আমরা জেনেছি । বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

দেওয়ার গাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার বলেন, ত্রানের চাল বিতরণ নিয়ে নয় ভুল বুঝাবুঝির কারণে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এটি উপজেলা নির্বাহী অফিসার মধ্যস্থতা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন চাল বিতরণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি দুর্নীতির খবর জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন জায়গায় জানালে চেয়ারম্যান শামছুন্নাহার ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের অফিসের ভিতরে চাল বিতরণ অবস্থায় আমার উপর হামলা করে তার লোকজন দিয়ে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর