,

হবিগঞ্জে ডাক্তার-নার্সদের আবাসনের জন্য আবাসিক হোটেলের ব্যাবস্থা করলো ‘হবিগঞ্জ করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে একাত্মতা প্রকাশ করে ডাক্তার ও নার্সদের থাকার সুবিধার্থে আবাসিক হোটেলের ব্যাবস্থা করলো হবিগঞ্জ “করোনা প্রতিরোধ সেচ্ছাসেবক টিম।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে হবিগঞ্জ করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে শহরের শ্মশানঘাটে অবস্থিত শাহজালাল মার্কেটের ৩য় তলায় হোটেল রোজ গার্ডেন আবাসিক হোটেলের চাবি হস্তান্তর করেন। সেচ্ছাসেবক টিমের হবিগঞ্জ পৌরসভা প্রতিনিধি ও রোজ গার্ডেন হোটেলের স্বত্বাধিকারী গাজী পারভেজ হাসান টিমের সাথে সমন্বয় করে ডাক্তার ও নার্সদের জন্য স্বেচ্ছায় হোটেলটি ডাক্তার নার্সদের জন্য বরাদ্দ দেন, পরে হোটেলের চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
এব্যপারে জেলা প্রশাসক কামরুল হাসান এমন সময়োপযোগী মানবিক কাজের জন্য রোজ গার্ডেন হোটেলের স্বত্বাধিকারী গাজী পারভেজ হাসান ও সেচ্ছাসেবক টিমের আহবায়ক ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা (মিহন) সহ করোনা প্রতিরোধ সেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সকল বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ডাক্তার, নার্স ও প্রশাসনের স্বাস্থ্য-সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক টিমের সদস্য সচিব এ্যাডঃ আফসার উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধি এ্যাডঃ গাজী পারভেজ হাসান, হবিগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি এস এম জানে আলম জনি, চুনারুঘাট উপজেলার প্রতিনিধি নাকিব চৌধুরী, বানিয়াচং উপজেলার প্রতিনিধি হাবিবুর রহমান আদেল, মাধবপুর উপজেলার প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল, শায়েস্থাগঞ্জ উপজেলার প্রতিনিধি নাজিম উদ্দিন নাঈম, নবীগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিক সলিল বরণ দাশ ,বাহুবল প্রতিনিধি মনসুর আহমেদ ও আজমিরীগঞ্জ উপজেলার প্রতিনিধি তোফাজ্জুল অনিক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর