,

করোনায় আক্রান্ত নিহত ব্যক্তির সৎকার/দাহ কাজে সেচ্ছাসেবী নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের সৎকার বা দাহ করার জন্য নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পুজা উদযান পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যােগে সর্বসম্মতিক্রমে গত বৃহস্পতি বার সকালে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,ইসকন মন্দিন সাধার সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস,উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,মহাকাল সংসদের সাধারন সম্পাদক রিন্টু চক্রবর্ত্তী,গুরুপদ দাশ ময়না,দিবেন্দু ধর দিপন,তপন কুমার দাশ,পরিতোষ দাশ সাগর,অরুন পাল,ভৈরব চৌধুরী,বাবুল দেব,স্বপন বিশ্বাস। গঠিত কমিটির নের্তৃবৃন্দ করোনায় আক্রান্ত হয়ে কোন নিহত ব্যক্তির মৃতদেহ সৎকার বা দাহ কাজ সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


     এই বিভাগের আরো খবর