,

বাউসা গ্রামে প্রবাসীদের পক্ষ  থেকে খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে কয়েকজন প্রবাসীর উদোগে গরীব, অসহায় ও হতদরিদ্র অনেক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত লোকজনের পাশে খাদ্য সামগ্রী নিয়ে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন বাউসা মির্জা বাড়ির যুক্তরাজ্য প্রবাসী মির্জা লায়েছ হাসান, বাউসা ফকির বাড়ির সৌদি আরব প্রবাসী আশারাফুল হাসান ফাহাদ, সৌদি আরব প্রবাসী সিফন আহমেদ, মির্জা রেদোয়ান ও দুবাই প্রবাসী মোঃ সাজু আহমেদ সহ কয়েকজন প্রবাসী। (২৩ এপ্রিল বৃহস্পতিবার) সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, দুবাই প্রবাসী নুরুল হক, নবীগঞ্জ (আমিরা আই.টি  সলুশন) এর স্বত্তাধিকারী মোছাদ্দিক হোসেন, রাহিনুর রহমান, নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুবেল আহমেদ, নাজমুস সাকিব (রক্সি) ও আরিফ হোসেন। করোনার প্রার্দুভাবে কর্মহীন লোকজন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণে মানুষ উপকৃত এবং তাদের কষ্ট লাগবে সহায়ক হবে। মোবাইল ফোনে আলাপকালে সৌদি আরব প্রবাসী আশরাফুল হাসান ফাহাদ জানান, করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত মানুষের কথা ভেবে আমরা কয়েকজন প্রবাসীরা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছি। আমরা প্রবাসে থাকলেও এলাকার মানুষের টানে দুঃসময়ে আমাদের সাধ্যমত পাশে থাকার চেষ্টা করি। প্রবাসী যারা খাদ্য সামগ্রী বিতরণে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলের দানকে যেন আল্লাহ কবুল, করেন। আমাদেরকে উৎসাহ দিয়ে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি যারা পৌঁছে দিয়েছেন সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। অপর প্রবাসী সিফন আহমেদ জানান, এ সময়ে সকল প্রবাসীদেরকে নিজ নিজ গ্রামের মানুষের সহায়তার হাত বাড়িয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।


     এই বিভাগের আরো খবর