,

বানিয়াচংয়ে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক হাজার কর্মহীন মানুষের মধে ̈ খাদ ̈ সামগ্রী বিতরণ, ১২১ জন ক…ষক শধমিকের মধে ̈ প্রণোদনা প্রদান ও সচেতন মূলক প্রচারণা করা হয়। ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপি ̄’ত ছিলেন সংসদীয় ̄’ায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি এডভোটে আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপি ̄’ত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম ̈ান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম ̈ান ফারুক আমিন,ইউপি চেয়ারম ̈ান শেখ শামছুর রহমান প্রমুখ। গতকাল ২৭ এপ্রিল (সোমবার) ত্রাণ বিতরণ কালে এমপি আব্দুল মজিদ বলেন করোনা ভাইরাসের কারণে উদ্বুদ্ধ পরিি ̄’তিতে কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ, আছে খাদ ̈ সংকটে। সেই কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার অসহায় গরীব দুঃখী কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ ̈ সামগ্রী বিতরণ সাহায ̈ সহযোগিতা করতে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৩য় ধাপে ১২নং সুজাপুর ১৩নং মন্দরী ইউনিয়নে গরীব দুঃখী অসহায় কর্মহীন মানুষের মধে ̈ খাদ ̈ সামগ্রী বিতরণ ও ১০ নং সুবিদপুর ইউনিয়নে ধান কাটার শধমিকের মধে ̈ প্রণোদনা দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর