,

ইফতার সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি এমপি আবু জাহির

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে করোনা আতঙ্কেঘরবন্দি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ
সময় সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে সকলকে আশ^াস্থ্য করেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের ইনাতাবাদ আবাসিক এলাকাবাসহ বিভিন্ন স্থানে কর্মহীনদের ঘরে গিয়ে সরকারি ইফতার সামগ্রী হাতে হাতে তুলে দেন তিনি। এ সময় স্থানীয় কাউন্সিলর শেখ নূর হোসেনসহ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অস্বচ্ছলদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়ার সময় এমপি আবু জাহির
বলেন, হবিগঞ্জে ইতোমধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। যা আরো বাড়ার আশঙ্কা বিদ্যমান। সেজন্য সকলকে ঘরে থাকা এবং সামজিক দূরত্ব নিশ্চিতের বিকল্প নেই। করোনা পরিস্থিতিতির শুরু থেকেই সরকারি সহায়তা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মহীন স্বল্প আয়ের মানুষদের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর