,

মৌলভীবাজারে ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু 

বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজারে ডেঙ্গু মশা বিস্তার নিধন কর্যক্রম শুরু। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা বিস্তার নিধনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) পৌর জনমিলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, সচিব মোঃ ইসহাক ভূইয়া, সহকারি প্রকৌশলী নকিবুর রহমান,প্যানেল মেয়র মোঃ ফয়সাল আহমদ, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর মেয়র ফজলুর রহমান বলেন, শহরে মশা বংশ বিস্তার যাতে না করতে পারে ও মশাবাহিত রোগ
সংক্রমণ ঝুঁকি কমাতে পৌরসভার ৯টি ওয়ার্ডেই মশাক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা এর পূর্বে লাভা ধ্বংসকারী ঔষধ ড্রেনগুলোতে ছিটানো হয়েছে। মেয়র বলেন, আজ ৬টি মেশিন দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দু’একদিনের মধ্যে আরো ৪টি মেশিন যোগ হয়ে মোট ১০টি মেশিন দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালিত হবে। আগামী ঈদের আগেই এই কার্যক্রম সমাপ্ত হবে বলে আশা করছি।


     এই বিভাগের আরো খবর