,

বানিয়াচংয়ের ২৯ নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে কারো করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হয়নি

এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্বশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান. ইউএনও, ডাক্তার, বিভিন্ন কর্মকর্তাসহ ২৯ নমুনা পরিক্ষা রিপোর্টে নতুন করে কারো করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হয়নি। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনদের সচেতন করাসহ তাদের মধ্যে প্রতিনিয়ত ত্রাণ বণ্ঠন কারী হিসেবে পরিচিত বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকারের রিপোর্ট পজেটিভ হয়নি। এছাড়া বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার,বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব ভট্রাচার্য্য, ইশতিয়াক মাহমুদ, সালাউদ্দিন সজিব, খালেদ মোশারফ, সুক্তা বর্ধন, তাহমিদা ইয়াসমিন, মারজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ১নং ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ ২৯ জনের করোনা পজেটিভ হয়নি।


     এই বিভাগের আরো খবর