,

নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রুদ্রগ্রাম সড়করে কৃষ্ণকলিতে চুরি সংগঠিত

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মালিক টাওয়ার সংলগ্ন রুদ্রগ্রাম সড়কের কৃষ্ণকলি ষ্টেশনারী দোকানে গতকাল ১মে (শুক্রবার) দিবাগত রাতে এক চুরির গঠনা সংগঠিত হয়েছে। চোরচক্র এ সময় পিছনের দরজার সিটকিরী ও দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সতে রাখা নগদ টাকা, মোবাইল মিনিট কার্ড ও সিগারেটসহ প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।পরদিন সকালে দোকানের সত্ত¦াধিকারী কণ্টশিল্পী বিন্দু সুত্রধর দোকান খুলে চুরির ঘটনা আঁচ করতে পেরে নবীগঞ্জ থানাপুলিশ ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে অবগত করলে নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ,নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ঘটনাস্থ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন,ব্যবসায়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ব্যাপারে কৃষ্ণকলির সত্ত¦াধিকারী কণ্টশিল্পী বিন্দু সুত্রধর বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিজ্ঞ মহলের ধারনা নবীগঞ্জ শহরের আশপাশেরই একটি সংঘবদ্ধ চোরচক্র এই চুরিসহ অন্যান্যা ব্যবসা প্রতিষ্টান ও বাসাবাড়ীতে চুরির সাথে জড়িত রয়েছে।


     এই বিভাগের আরো খবর