,

বেশি পরিশ্রমের কারণ জানালেন মুশফিক

সময় ডেস্ক : গত ২মে (শনিবার) রাতে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম লাইভে আসেন।মুশফিক কেন সবার চেয়ে বেশি অনুশীলন করেন তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি সবসময়ই বলি, আমার প্রতিভা সাকিব, তামিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের মতো নয়। তাদের পর্যায়ে যেতে হলে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করতে হলে তাই আমাকে বিশেষ কিছু করতে হবে। সেজন্য আমি বেশি পরিশ্রম করি।’

লােইভে দু’জনের আলাপের সময় এসব কথা উঠে আসে। মুশফিকও জানিয়েছেন, কেন তিনি এতো পরিশ্রম করেন। ওই লাইভে মুশফিককে নিয়ে মজা করে তামিম বলেন, হোম কোয়ারেন্টাইনের কারণে মুশফিক মাঠে যেতে পারছেন না, অনুশীলন করতে পারছেন না। এটা মুশফিকের জন্য খুবই কষ্টের। এরপর নিজেদের কথা উল্লেখ করে বলেন, ‘টানা ৪০ দিন ব্যাট ধরতে পারছি না, মনে হচ্ছে যেন ১০-১২ বছর ব্যাট ধরিনা।’

তামিমের ওই কথার জবাব দিয়ে মুশফিক জানান তিনি বাড়িতেই ব্যাটিং অনুশীলন করছেন, ‘আমি তো ব্যাট ধরছি। বাসায় যতটা সম্ভব অনুশীলন করার চেষ্টা করছি।’

তামিম এরপর মুশফিককে নিয়ে বলেন, ‘আমাদের মধ্যে মুশফিকই সবচেয়ে বেশি পরিশ্রম করা ক্রিকেটার। আমি  এতো অনুশীলন করিনা। ভালো খেলে যাওয়ার জন্য যতটা দরকার মনে করি, ততটাই কেবল অনুশীলন করি। সবাই পরিশ্রমের দিক থেকে বিরাট কোহলির উদাহরণ দিয়ে থাকে। আমার মতে, আমাদের দেশের  ক্রিকেটারদের জন্য মুশফিকই অনুসরণীয়। এজন্য অন্য দেশের কারো অনুসরণের দরকার নেই।’


     এই বিভাগের আরো খবর